৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

রাণীশংকৈলে অর্থনৈতিক শুমারির প্রশিক্ষণের উদ্বোধন

আমাদের প্রতিদিন
1 month ago
134


রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

সারা দেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে অর্থনৈতিক শুমারি ২০২৪ -এর মূল শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগণের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। আজ (০৫ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসায় প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুক্তাদির রহমান।

চার দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আইয়ুব আলী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার বেলাল উদ্দিন প্রধান, জোনাল অফিসার রুহুল আমিন।

এ সময় পরিসংখ্যান কর্মকর্তা বলেন,দেশের সকল প্রতিষ্ঠান, প্রাতিষ্ঠানিক কৃষি খামার এবং কৃষি বহির্ভূত অর্থনৈতিক কর্মকাণ্ড সম্বলিত খানার তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে এ শুমারিতে। এবার তথ্য সংগ্রহকারী প্রতিটি ইউনিট হতে ট্যাবের মাধ্যমে Computer Assisted Personal Interviewing (CAPI) পদ্ধতিতে তথ্য-উপাত্ত সংগ্রহ করা হবে বলে জানান তিনি।

উপজেলা পরিসংখ্যান অফিস সূত্রে জানা গেছে, দেশের চতুর্থ শুমারির জন্য রাণীশংকৈল উপজেলায় ৪টি কেন্দ্রে ১১২ জন তথ্য সংগ্রহকারী ও ২২ জন সুপারভাইজার  এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth