দিনাজপুরসহ দেশের উত্তর জনপদে কমছে তাপমাত্রা: অনুভুত হচ্ছে কনকনে শীত
দিনাজপুর প্রতিনিধি:
দেশের উত্তর জনপদের জেলা দিনাজপুরে কমতে শুরু করেছে তাপমাত্রা। গত তিন দিন ধরে নিম্নগামী তাপমাত্রা মাপন যন্ত্রের পারদ। উত্তর পশ্চিমাঞ্চলের হিমেল বাতাসে অনুভুত হচ্ছে কনকনে শীত।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, দিনাজপুরে আজ শনিবার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শুক্রবার দিনাজপুরে দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার দিনাজপুরে সর্বনি¤œ তাপমাত্রা ছিলো ১৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নওগার বদলগাছিতে ১০ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানান, উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় দিনাজপুরসহ এই অঞ্চলে ক্রমেই কমতে শুরু করেছে তাপমাত্রা। ক্রমেই এই তাপমাত্রা কমবে বলে আভাষ দিয়েছেন তারা।
এদিকে হিমেল বাতাসে কনকনে শীত অনুভুত হওয়ায় বিকেল থেকে সকাল ১০টা পর্যন্ত শীতে দুর্ভোগ পোহাচ্ছে এই অঞ্চলের মানুষ। তবে সকাল ১০টার পর সুর্য্যালোক বেড়ে যাওয়ায় কিছুটা স্বস্তি পাচ্ছে শীতার্ত মানুষেরা।