ফুলবাড়ীতে তাপমাত্রা ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস ঘনকুয়াশা ও তীব্রশীতে জনজীবন স্তবির
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঘনকুয়াশা ও তীব্র শীতে জনজীবন স্তবির হয়ে পড়েছে। পাশাপাশি ঘনকুয়াশা ও তীব্রশীতে প্রকৃতি ও পথঘাট ঢাকা পড়েছে।
আজ (০৭ ডিসেম্বর) শনিবার সকাল ১১ টা পযর্ন্ত সূর্য্যরে দেখা মেলেনি এ এলাকায়। সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস। গতরাতে রাস্তা ঘাটে ঘনকুয়াশায় ঘর থেকে বেড় হওয়া খুবই কঠিন ছিল। ছিল ঠান্ডা বাতাস। সকাল ১১ টা পযর্ন্ত ঘনকুয়াশায় রাস্তাঘাট ঢাকা থাকায় হেড লাইট জ্বালিয়ে চালাতে দেখা গেছে যানবাহন। ঠান্ডার প্রভাব বেশী থাকায় শীতজনিত রোগে আক্রান্ত রোগির সংখ্যা বেশী হচ্ছে। প্রায় পরিবারে সর্দিজ্বর দেখা দিয়েছে। দিনমজুরেরা শীতের তীব্রতায় কাজে যেতে সমস্যায় পড়েছেন। অন্যদিতে শীতের তীব্রতার প্রভাব পড়েছে গরু,ছাগলসহ বিভিন্ন প্রাণীকুলে। তারা শুধু শীতে কাঁপছে আর কাঁপছে।
দাসিয়ারছড়ার জহুর, কামালপুরের আমিনুল, কাশিপুরের লতিফ, পুলেরপাড়ের মইন উদ্দিন, ধরলাপাড়ের সেকেন্দার, শিমুলবাড়ীর মমিন, কুরুষাফেরুষার জলিল জানালেন, দুই তিন দিন থেকে কুয়াশাও যেমন ঠান্ডাও তেমন। কাজে যাওয়া সমস্যা হচ্ছে। হাত পা শীতল হয়ে যাচ্ছে। তাছাড়া ঘনকুয়াশায় রাস্তা দেখা যাচ্ছে না। এরকম অবস্থা যে কতদিন থাকে!
রাজারহাট কৃষি আবহওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, এমাসে তাপমাত্রা আরও কমতে পারে এবং ২/৩ টি শৈতপ্রবাহ এজেলার উপর দিয়ে বয়ে যেতে পারে।