শহীদ বুদ্ধিজীবি দিবসে রংপুর নাট্য ফোরামের পথযাত্রা
নিজস্ব প্রতিবেদক:
শহীদ বুদ্ধিজীবী দিবস স্বরণে রংপুর নাট্য ফোরামের উদ্যোগে শনিবার বিকেলে নাট্য ও সাংস্কৃতিক কর্মীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে পদযাত্রা অনুষ্ঠিত হয়। রংপুর টাউন হল চত্ত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে পদযাত্রা শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে ও টাউন হল বদ্ধভূমি তে মোমবাতি প্রজ্বলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর নাট্য ফোরামের আহবায়ক চৌধুরী মাহমুদুন নবী ডলার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের রংপুর বিভাগীয় সদস্য ইফতেখারুল আলম রাজ, জাতীয় রবিন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সংগঠক মিলন ভট্টাচার্য, রংপুর পদাতিক রংপুরের নাট্য সংগঠক নবীব হোসেন লাভলুসহ রংপুরের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের সংগঠন, কর্মী ও সদস্যবৃন্দ।