তারাগঞ্জে মহান বিজয় দিবস পালিত
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ৬ টায় সরকারি মডেল বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী ছাত্রসহ শিক্ষক, শিক্ষার্থী, সংবাদিক, সাংস্কৃতিক কর্মীরা। মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত ‘বিজয় মেলা’ তারাগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১২টি স্টল নিয়ে আয়োজন করা হয়। সকাল ১১ টায় মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশুদের চিত্রা¯œ্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ও বিজয় মেলায় অংশগ্রহনকারী স্টল গুলোকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রুবেল রানার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাতুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মাকদুম আলম, সদস্য সচিব গোলাম মেহেদী হাসান শিপু, রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মতিয়ার রহমান, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক এস এম আলমগীর হোসেন, উপজেলা জামায়াতের যুব শাখার সেক্রেটারি প্রভাষক আমিনুল ইসলাম প্রমুখ।