গঙ্গাচড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।আজ সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মধ্যে দিয়ে দিবসটির সূচনা হয়।
এরপর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা'র নেতৃত্বে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এসময় পর্যায়ক্রমে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠে
জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক সাদা পায়রা অবমুক্তকরণ করে বিজয় মেলার উদ্বোধন করা হয়। সাড়ে ১০টায় আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আজিজুল ইসলাম বক্তব্য রাখেন।
বেলা ১১ টায় অনুষ্ঠিত প্রীতি ফুটবল প্রতিযোগিতায় উপজেলা প্রশাসন বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশ, গঙ্গাচড়া সরকারি কলেজ বনাম গঙ্গাচড়া বিএম কলেজ ও গঙ্গাচড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বনাম গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস উর্মি, গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সুশীল সমাজ নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।