পীরগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
পীরগঞ্জর্(রংপুর)প্রতিনিধি:
রংপুরে পীরগঞ্জ উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপিত হয়েছে।
দিবসটি পালনে সোমবার সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগমের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করে। এরপর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলামের উপস্থিতিতে উপজেলা বিএনপি, পীরগঞ্জ প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন র্যালী সহকারে কেন্দ্রিয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যে দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পরিষদ চত্তরে বিজয় মেলা/২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএ ফারুক,উপজেলা সহকারী কমিশনার(ভুমি) ত্বকী ফয়সাল তালুকদার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার,মুক্তিযোদ্ধা,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ ছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরুষ্কার প্রদান করা হয়।