৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

ভোগডাবুড়ী ও কেতকীবাড়ী ইউনিয়নে বিএনপিসহ সহযোগী সংগঠনের যৌথ ভাবে মহান বিজয় দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
3 weeks ago
48


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটিতে ১নং ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা এবং ২নং কেতকিবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপিসহ সহযোগী সংগঠন যৌথভাবে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করেছেন।

রাত ১২:০১ মিনিটে ৩১ বার তপদ্ধনীর মাধ্যমে বিজয় দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৬:৩০ মিনিটে দুই ইউনিয়নের দলীয় নেতা-কর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন।  সকাল ৭:০১ মিনিটে শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ সকাল ৯টায় বর্ণাঢ্য র‍্যালী শেষে বিএনপি'র কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অংশগ্রহণ করেন।

ভোগডাবুড়ী ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি শফিকুল ইসলাম কাজলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন, ভোগডাবুড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সদস্য ও নীলফামারী জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রেজওয়ানুল করিম সাজি, ভোগডাবুড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার সুমন সভাপতি, সাধারণ সম্পাদক শাহনাজ পারভিন রকি, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কবীর জিয়া, যুবদল সভাপতি আবু ওয়াজেদ জার্মান, সদস্য সচিব ওবায়দুর রহমান জোবা, ইমরানুল আলী রিমুন সভাপতি বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল কেতকীবাড়ি ইউনিয়ন শাখা, সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম রাজা, কেতকীবাড়ী ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজিম ইসলাম প্রমুখ।

এসময় অন্যান্নদের মাঝে মাসুদ, শরিফুল ইসলাম, শফিউল, মুন্নাফুল মুন, ডিসি বাবু, সাইদুর রহমান, মিলনসহ বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা আলোচনা সভা এবং মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth