৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

চিলমারীতে মহান বিজয় দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 month ago
72


চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

সোমবার(১৬ডিসেম্বর)দিবসটি উদযাপন উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় কেন্দ্রিয় শহীদ মিনার চত্বরে ৩১বার তোপধ্বনির মাধ্যমে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,চিলমারী প্রেসক্লাব,প্রেস ক্লাব চিলমারী,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল,শিক্ষা প্রতিষ্ঠান,সামাজিক সংগঠন ও এনজিও শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করে। সূর্যদয়ের সাথে সাথে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৮টায় উপজেলা প্রশাসন আয়োজিত কেন্দ্রিয় কর্মসূচী হিসেবে উপজেলা পরিষদ মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।তার সাথে ছিলেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুস সাকিব সজিব ও উপজেলা নিএনপি’র সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার।পরে মুক্তমঞ্চে বিজয় মেলার শুভ উদ্বোধন শেষে নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন পরবর্তী বীরমুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

পরে এতিমখানায় শিশুদের ও হাসপাতালে রোগীদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।বিকেলে উপজেলা প্রশাসন বনাম উপজেলা একাদশ এর মাঝে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth