২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৮ ডিসেম্বর, ২০২৫ - 08 December, 2025

ভূরুঙ্গামারীতে বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

আমাদের প্রতিদিন
11 months ago
291


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও উপহার সামগ্রী প্রদান এবং মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

সোমবার প্রত্যুষে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। উপজেলার বাসস্ট্যান্ডে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। এছাড়া উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা এটিএম শাহজাহান মানিক,আব্দুল আওয়াল মাষ্টার, সহকারী কমিশনার ভূমি- তাহমিদুল ইসলাম,প্রমুখ।

মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদৎ বরণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের বিজয় মেলার আয়োজনে ঐতিহ্যবাহি হাডুডু খেলা, পুতুল নাচ ও সন্ধ্যায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth