১০ মাঘ, ১৪৩১ - ২৪ জানুয়ারি, ২০২৫ - 24 January, 2025

গঙ্গাচড়ায় মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
94


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া ইউনিয়নের মনাকষা এলাকার মাদক ব্যবসায়ী নাজমুল হোসেন ও তার স্ত্রী রুমানা এবং আকাব্বর হোসেন নাড্ডাকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার সকালে গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে এলাকার শত শত নারী-পুরুষ অংশগ্রহণ করে।

মানববন্ধনে অংশগ্রহণকারী আজিজুল, জামাল, এনামুল, কামাল, আয়নাল, মজমুলসহ আরো অনেকে বলেন, দীর্ঘদিন থেকে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মাদক ব্যবসা করে আসছে  নাজমুল হোসেন ও তার স্ত্রী রুমানা এবং আকাব্বর হোসেন নাড্ডাসহ আরও কয়েকজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।

এরা স্থানীয় যুবক ও উঠতি তরুণদের মাদকসহ বিভিন্ন অপর্কমে লিপ্ত করে তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে।  প্রতিবাদ করায় তারা স্থানীয় আয়নালসহ কয়েকজনের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেন। আমরা এলাকায় মাদক ব্যবসা বন্ধ, চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও  তাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে। ইতোমধ্যে আমরা অনেক মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করেছি। যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth