৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

গোবিন্দগঞ্জে  বড়দিন উপলক্ষে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

আমাদের প্রতিদিন
1 month ago
61


গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বড়দিন উপলক্ষে নর্থ বেঙ্গল শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে শিশুদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।  গতকাল  বুধবার দুপুরে উপজেলার  কাটাবাড়ী ইউনিয়নের আদমপুর মিশন চত্বরে স্পন্সরশীপ শিশু ও সারভাইভ্যাল প্রোগ্রামের মা ও শিশুদের অংশগ্রহণে  প্রাক বড়দিনের অনুষ্ঠানে নানা কর্মসূচী পালন করা হয়। উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের  সভাপতি  কবীর  মুরমু’র সভাপতিত্বে  ও হিসাব রক্ষক   নিকোলাস হাঁসদা’র  সঞ্চালনায়   এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  বক্তব্য রাখেন  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মো: শফিক মাহমুদ গোলাপ, নর্থ বেঙ্গল শিশু উন্নয়ন প্রকল্পের সেন্টার ম্যানেজার জোহানেস মূরমূ,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের প্রকৌশলী আলমগীর হোসেন, এলসিসি সদস্য সেফানুয়েল হেম্ব্রম  ইউপি সদস্য কাইয়ুম  হোসেন  প্রমুখ। এরপর অতিথিবৃন্দ প্রাক বড়দিনের কেক কর্তন করেন। এছাড়াও  বড়দিনের উপহার হিসেবে প্রকল্পের  ২৯৬জন শিশু ও ১৫ জন গর্ভবর্তী মাকে জামা-কাপড় ও শীতবস্ত্র বিতরণ করা হয়। শেষে প্রকল্পের শিশুরা সংগীত ও নৃত্য পরিবেশন করে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth