রংপুরে স্বাধীনতা স্কোয়ারের উদ্বোধন
২৪ এর বিপ্লবের সাহিত্য এবং শিল্পের কণ্ঠস্বর ছিলেন কবি কাজী নজরুল: আব্দুল হাই শিকদার
নিজস্ব প্রতিবেদক:
নজরুল ইনস্টিডিউটের সাবেক নির্বাহী পরিচালক ও ডিইউজে সাবেক সভাপতি, নজরুল বিশেষজ্ঞ, কবি আব্দুল হাই শিকদার বলেছেন, ২৪ এর বিপ্লবের সাহিত্য এবং শিল্পের কণ্ঠস্বর ছিলেন কবি কাজী নজরুল ইসলাম। ২৪ বিপ্লবের চেতনার বাতিঘর ছিলেন তিনি। এই বাতিঘর থেকে আলো বিচ্ছুড়িত হয়েছে। যার প্রতিফলন ঢাকার রাস্তাসহ দেশের প্রতিটি রাস্তাঘাটে গ্রাফিতি, দেয়াল লিখনে দেখা গেছে। আমাদের ছেলে মেয়েরা নজরুলের আলোয় আলোকিত হয়েছে।
বুধবার দুপুরে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ‘কবি নজরুলের স্বাধীনতা স্কোয়ার’-এর উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা সংগ্রামের ৪৭’এর সময় অসহযোগ এবং খেলাফত আন্দোলনের সময় নজরুল প্রবেশ করলেন সাহিত্যে। তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত নজরুল হলো এই জাতির সত্যিকারের আশা-আনন্দ-সংগ্রাম- বেদনা তার যুদ্ধ, তার ঘাম, তার রক্ত, তার আত্মা, তার দেহ- এ সবকিছুকে মথিত করে যে বাণীউদ্গিরণ করেছেন সে বাণী সেদিনও সত্য ছিল, ৭১’র মুক্তিযুদ্ধের সময় সত্য ছিল এবং এই ২৪’র বিপ্লবেও সত্য হয়েছে।
তিনি আরও বলেন, নজরুলের বাণী এতটাই প্রাসঙ্গিক যে যতবার শোষণের বিরুদ্ধে সংগ্রাম হবে, যতবার মানুষ স্বাধীনতার জন্য লড়াই করবে, মানবাধিকার ফিরিয়ে আনার জন্য কথা বলবে, যতবার আইনের শাসনকে ফিরিয়ে আনবে, যতবার নারী মুক্তির কথা বলবে, যতবার অসা¤প্রদায়িক বাংলাদেশের কথা বলবে, ততবার নজরুল আমাদের জন্য অনীবার্য হয়ে উঠবে। অন্যদের ছাড়া আমাদের চলবে কিন্ত নজরুলকে ছাড়া আমাদের চলবে না।
আব্দুল হাই শিকদার বলেন, একটা মানুষের বেঁচে থাকার জন্য আলো, বাতাস, খাদ্য,পানি এই চারটা জিনিস দরকার। বাংলা সাহিত্যে একমাত্র কাজী নজরুল ইসলাম ছাড়া আমরা কারো মধ্যে এ চারটা জিনিস একই সঙ্গে পাই না। বড় কবি আমাদের সাহিত্যে অনেক থাকতে পারে কিন্তু নজরুল হলো বাংলাদেশের সত্যিকারের আত্মার জগতের নায়ক, মহানায়ক ও প্রতীক।
এরপরে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটরিয়ামে রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত “চিরকালের নজরুল: সমকালে সংগ্রামে” শীর্ষক আলাপচারিতায় প্রধান অতিথি হিসেবে যোগদেন কবি ও লেখক আব্দুল হাই শিকদার। আলাপচারিতা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন, রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কে.এম জালাল উদ্দীন আকবর, কুড়িগ্রাম সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, কারমাইকেল কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। শুভেচ্ছা বক্তব্য রাখেন ,রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, স্টুডেন্ট ওয়েলফেয়ারের চেয়ারম্যান গোলাম জাকারিয়া, বৈষম্য বিরোধী আন্দোলন মহানগরের আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি। অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক নেতৃবৃন্দ ও পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।