গঙ্গাচড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গঙ্গাচড়া (টিটিসি)এর আয়োজনে বুধবার সকালে
র্যালি শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র গঙ্গাচড়ার অধ্যক্ষ
মোঃ সুলতান হোসেন এর সভাপতিত্বে সভায় গঙ্গাচড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক আখেরুজ্জামান মিলন,ইসলামী আন্দোলন বাংলাদেশ গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব ইউনুছ আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে কারিগরী প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত হয়ে দক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে প্রেরণ করার কথা উল্লেখ করেন। পাশাপাশি তাদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আলোচনায় তুলে ধরা হয়। এছাড়া বৈধ পথে বিদেশে গমনের পরামর্শ দেওয়া হয়।