বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের আওতায় গঙ্গাচড়ায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের আওতায় রংপুরের গঙ্গাচড়ায় প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ২০২৪ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত গঙ্গাচড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপজেলার সাতটি কিন্ডারগার্ডেন স্কুলের ৩৪৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্কুলগুলো হল গঙ্গাচড়া শিশু নিকেতন,বিকে সানরাইজ কিন্ডারগার্টেন, তালুক হাবু কিন্ডারগার্টেন,গজঘন্টা আদর্শ শিশু নিকেতন, ফার্স্ট লাইফ গার্ড স্কুল, গজঘণ্টা আইকন পাবলিক স্কুল, পীরের হাট পাইলট কিন্ডারগার্টেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ড পরিচালনা কমিটির গঙ্গাচড়া উপজেলার সভাপতি ও গঙ্গাচড়া নিকেতনের অধ্যক্ষ প্রতাপ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও পীরের হাট পাইলট কিন্ডারগার্টেন এর পরিচালক সুধীর চন্দ্র বর্মন।