নাগেশ্বরীতে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিবাহ নিবন্ধন এবং ইতিবাচক অভিভাবকত্ব সম্পর্কে প্রচারাভিযান উপলক্ষে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। নুনখাওয়া ইউনিয়ন যুব সংগঠনের আয়োজনে এবং এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় গতকাল উপজেলার নুনখাওয়া ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা অপূর্ব কুমার পাল, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সহদেব কুমার সিংহ, ইউপি সদস্য শাহিদা বেগম, আছমা বেগম, সিএনবি প্রকল্পর ফিল্ড অফিসার বাদশা হোসাইন, যুব সংগঠনের সভাপতি আব্দুর রহমান, কাম সহকারী মাসুদ রানা প্রমুখ।