কাউনিয়ায় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে এক যাত্রী নিহত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে এক যাত্রী মারা গেছে। ১৮ ডিসেম্বর বুধবার উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ী এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মো: রিয়াজুল ইসলাম রাজু (৬০)। তিনি কুড়িগ্রাম উলিপুর উপজেলার পুর্ব শিববাড়ী খালিভিটা গ্রামের মৃত নুরুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রিয়াজুল ইসলাম রাজু কাউনিয়া উপজেলার হারাগাছে আত্মীয়ের বাড়ী বেড়াতে আসেন। বুধবার বিকেলে তিনি কুড়িগ্রামগামী বাসে নিজ বাড়ী ফিরছিলেন। উপজেলার হলদীবাড়ী এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বাসটি পৌছিলে তিনি হঠাৎ বাস থেকে মহাসড়কে পড়ে যান। এসময় চলন্ত বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে মহাসড়কের উপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।
কাউনিয়া থানার এসআই শরিফুল ইসলাম জানান, ওই ব্যক্তি বাসের গেটের মধ্যে দাড়িয়ে বাড়ী যাচ্ছিলেন। অসাবধনাতার কারণে বাস থেকে পড়ে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ জানান, মহাসড়কে দুর্ঘটনায় একজন মারা গিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।