৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

কাউনিয়ায় মাদক সেবনের অপরাধে যুবকের কারাদন্ড

আমাদের প্রতিদিন
4 weeks ago
60


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনের অপরাধে জিহাদুল ইসলাম (২৭)  নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই যুবকের একশত টাকা অর্থ দন্ডও করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর সকালে উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চেতারমোড় বাজেমজকুর  এলাকা থেকে তাকে আটকের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মহিদুল হক এই দন্ডদেশ দেন। এসময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

দন্ডপ্রাপ্ত যুবক জিহাদুল ইসলাম (২৭) উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বাজেমজকুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় তিনি শ্রমিক।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার ফারুলক হাসান জানান, ওই যুবককে এলাকায় প্রকাশ্যে মাদকদ্রব্য সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসানো হলে ওই যুবক মাদক সেবন করার কথা স্বীকার করে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাকে মাদক সেবনের অপরাধে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড এবং একশত টাকা অর্থ দন্ডের রায় প্রদান করেন।  জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে তাকে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিদুল হক বলেন, মাদকদ্রব্য আইনের ধারায় ওই যুবককে বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ড করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এছাড়া মাদক বিক্রি এবং সেবন বন্ধে কাউনিয়ায় সেনাবাহিনীর অভিযান শুরু হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth