রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
মহানগর প্রতিবেদক:
অন্তবর্তীকালীন সরকার কর্তৃক অক্টোবর মাসের শুরুতে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন গঠিত হয়েছে। কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতামত গ্রহণের লক্ষ্যে সারাদেশ ব্যাপী নাগরিক সমাজ, শিক্ষক, এনজিও, নারী, প্রতিনিধি ও বিশিষ্টজনসহ ভোট গ্রহণ কর্মকর্তা, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ এবং জেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগণদের সাথে মতবিনিময় করছেন। এরই অংশ হিসেবে রংপুরে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আয়োজনে রংপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কা কমিশনের কমিশন প্রধান বদিউল আলম মজুমদার।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে অতিথি ছিলেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য সাদিক আল আরমান, আইন-বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব এস. এম. শাফায়েত হোসেন, উপসচিব মৌসুমী দাস, পুলিশ সুপার রংপুর মোহাম্মদ শরিফ উদ্দিন, কমিশন প্রধানের একান্ত সচিব নেছার উদ্দিন আমিন প্রমূখ।
মতবিনিময় সভায় আমন্ত্রিত নাগরিক সমাজ, শিক্ষক, এনজিও, নারী, প্রতিনিধি ও বিশিষ্টজনসহ ভোট গ্রহণ কর্মকর্তা, সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনীর সদস্য, রাজনীতিবিদ ও স্থানীয় সরকারের জনপ্রতিনিধিগণ এবং জেলা ও থানা পর্যায়ের নির্বাচন কর্মকর্তাগণ তাদের নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেন।
এ সময় কমিশন প্রধান সংক্ষেপে বলেন, আমরা আপনাদের কথা শুনলাম ও লিপিবদ্ধ করে নিলাম। তথ্যগুলোন আমরা যাচাই-বাচাই করে সরকারের কাছে পাঠাবো।