৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

দিনাজপুরের খানসামায় একই রশিতে ঝুলন্ত মা-মেয়ের লাশ উদ্ধার

আমাদের প্রতিদিন
4 weeks ago
69


দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরের খানসামা উপজেলার পল্লীতে শয়ন কক্ষ থেকে একই রশিতে ঝুলন্ত মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে খানসামা উপজেলার আঙ্গারপাড়া ইউনিয়নের আরাজী যুগিরঘোপা গ্রামের বেনুপাড়া থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। ‘এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’-এমন একটি সুইসাইড নোট পাওয়া গেলেও একসাথে দু’জনের মৃত্যু রহস্যজনক বলে জানিয়েছে স্থানীয়রা।

যাদের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলেন-খানসামা উপজেলার আরাজী যুগিরঘোপা গ্রামের ভক্ত রায়ের স্ত্রী সুজাতা রানী রায় (২৬) ও তার মেয়ে নীলাদ্রি রানী রায় (৬)।

পারিবারিক সূত্রে জানাযায়, গত ২০১৮ সালে পেশায় দর্জি ভক্ত রায়ের সাথে বিয়ে হয় পাশ^বর্তী পার্বতীপুর উপজেলার বিলাইচন্ডী ইউনিয়নের বাঘাচড়া গ্রামের অমিত্য রায়ের মেয়ে সুজাতা রানী রায়ের সাথে। স্থানীয়রা জানায়, বিয়ের পর থেকেই তাদের পারিবারিক কলহ চলছিলো।

প্রতিবেশী ও স্থানীয়রা জানায়, পরিবারের কাজকর্ম সেরে সুজাতা প্রতিদিন সন্ধ্যা বাতি দিয়ে থাকে। কিন্তু বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা বাতি না দেওয়ায় তার জা চন্দনা রানী রায় তাকে তার শয়ন কক্ষে ডাকতে যায়। ডাকতে গিয়ে দরজা বন্ধ পায়। এরপর দরজায় সজোরে ধাক্কা দিলে ঘরের ভেতর অন্ধকার দেখতে পায়। আলো জ্বালিয়ে দেখে মা ও মেয়ে ঝুলন্ত অবস্থায় আছে। এরপর চন্দনা রানী রায় চিৎকার করলে পরিবারসহ প্রতিবেশীরা এগিয়ে আসে। খবর পেয়ে খানসামা থানা পুলিশ লাশ দুটি উদ্ধার করেছে। এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছে স্বামী ভক্ত রায়।

খানসামা থানার ওসি নজমূল হক বলেন, মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। উক্ত ঘরে সুজাতা রানী রায়ের একটি সুইসাইড নোট পাওয়া যায়। যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয় নাই বলে। তবে সুইসাইড নোটের লেখা ভিকটিমের কি-না তা পরীক্ষা নিরীক্ষা সাপেক্ষে জানা যাবে। লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি নজমুল হক।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth