৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

রংপুর বিআরটিএতে দুদকের অভিযান, দুই দালাল আটক

আমাদের প্রতিদিন
3 weeks ago
88


নিজস্ব প্রতিবেদক:

বিআরটিএতে অভিযান চালিয়ে দুই দালালকে আটক করেছে দুদক। আটককৃত দুই দালাল হলেন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ প্রহরী হাসানুর রহমান ও ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেন। আজ (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার দুপুরে রংপুর বিআরটিএ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদলতের বিচারক রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ঝন্টু আলী দুইজনকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করেন।

দুদক রংপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, রংপুর বিআরটি কার্যালয়ে ঘুষ, অনিয়ম, হয়রানিসহ বিভিন্ন অভিযোগে দুদক কার্যালয়ে অভিযোগ করে ভুক্তভোগীরা। এর প্রক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশ প্রহরী হাসানুর রহমান ও ইলেকট্রিক মিস্ত্রি দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

সহকারী পরিচালক শরীফ জানান, ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার সময় ইচ্ছাকৃতভাবে ফেল করিয়ে দিয়ে অর্থ আদায় করা হতো। আমরা এখানে এসে কিছু কিছু অনিয়ম দেখতে পেয়েছি। আমরা অনিয়মের বিষয়গুলো আমাদের প্রধান কার্যালয়ে পাঠিয়ে দিবো। আমাদের অভিযান অব্যাহত থাকবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth