৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

রংপুর নগরবাসীর অ্যাম্বুলেন্স সেবা বন্ধ

আমাদের প্রতিদিন
4 weeks ago
90


নিজস্ব প্রতিবেদক:

রংপুর সিটি করপোরেশনের আইসিউ রোগীবহনকারী ও লাশবাহী অ্যাম্বুলেন্সসহ  ৪টি অ্যাম্বুলেন্স বিকল হয়ে এক মাস ধরে পড়ে থাকলেও মেরামত করার কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে ১৫ লাখ জনসংখ্যার রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মানুষ জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্ন সার্ভিস পাচ্ছে না।

রংপুর সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরবাসীর জরুরি প্রয়োজনে বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি চিকিৎসা দেবার জন্য ৫টি অ্যাম্বুলেন্স থাকলেও ৪টি গত দেড় মাসের মধ্যে বিকল হয়ে রংপুর সিটি করপোরেশনের গ্যারেজে পড়ে আছে। একমাত্র সচল অ্যাম্বুলেন্সটিও কাজ করছে না। ফলে অ্যাম্বুলেন্সবিহীন হয়ে পড়েছে রংপুর সিটি করপোরেশন। জরুরি প্রয়োজনে মুমূর্ষু রোগীদের দ্রæত চিকিৎসা দেবার জন্য হাসপাতালে আনা নেয়া প্রায় বন্ধ হয়ে গেছে।

সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার দায়িত্বশীল সূত্র জানিয়েছে রংপুর সিটি করপোরেশনের ৪টি সচল অ্যাম্বুলেন্সের মধ্যে ছোট অ্যাম্বুলেন্সটি গত ১৮ নভেম্বর থেকে বিকল হয়ে পড়ে আছে। এরপর বড় অ্যাম্বুলেন্স ৩টির একটি গত ১৫ নভেম্বর   বিকল হয়ে যায়। অন্যদিকে ভারত সরকার কর্তৃক শুভেচ্ছা উপহার হিসেবে প্রদান করা সর্বাধুনিক অ্যাম্বুলেন্স যার মূল্য ২ কোটি টাকারও বেশী সেই অ্যাম্বুলেন্সটি আইসিইউ সুবিধাসহ সর্বাধুনিক সকল সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্সটি চলতি ডিসেম্বর মাসের পহেলা তারিখ এবং করপোরেশনের একমাত্র লাশ বহনকারী শীতাতপ নিয়ন্ত্রিত অ্যামুলেন্সটি গত ৮ ডিসেম্বর বিকল হয়ে গেছে। বর্তমান লাশবাহী অ্যাম্বুলেন্সসহ ৪টি বিকল হয়ে পড়ে থাকায় দেশের দ্বিতীয় বৃহত্তম ২শ ৫ বর্গকিলোমিটার এলাকার রংপুর সিটি করপোরেশনের ১৫ লাখের বেশী মানুষ অ্যাম্বুলেন্স সেবা পাচ্ছে না।

এ ব্যাপারে রংপুর সিটি করপোরেশনের যান্ত্রিক শাখার নির্বাহী প্রকৌশলী বিপ্লব বিশ্বাসের সাথে গতকাল বুধবার দুপুরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে লাশবাহীসহ ৪টি অ্যাম্বুলেন্স বিকল হবার কথা স্বীকার করে বলেন, দ্রুতই সচল

করার সকল পদক্ষেপ নেয়া হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth