রসিকের প্রধান নির্বাহী কর্মকতার সাথে রংপুর ইঞ্জিনিয়ার্স ফার্ম এসোসিয়েশনের মতবিনিময় সভা
নিজস্ব প্রতিবেদক:
রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকতা উম্মে ফাতেমার সাথে রংপুর ইঞ্জিনিয়ার্স ফার্ম এসোসিয়েশন ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর মহানগর এর সাথে যৌথ মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ ডিসেম্বর) বৃহসপতিবার মত বিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর ইঞ্জিনিয়ার্স ফার্ম এসোসিয়েশন আহবায়ক প্রকৌশলী মোঃ জামাল উদ্দীন ফয়জী, সদস্য সচিব প্রকৌশলী মোঃ মামুন মিয়া, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ রংপুর মহানগর আহবায়ক প্রকৌশলী মোঃ আনিসুর রহমান রানা, যুগ্ম আহবায়ক প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, সদস্য সচিব প্রকৌশলী মোঃ বেলাল হোসেন প্রমুখ। বক্তারা বলেন জুলাই আগষ্ট ছাত্র আন্দোলন ও গণঅভ্যুথানের পর থেকে এ পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশন এলাকায় বিল্ডিং এর চুড়ান্ত নকশা পাস হচ্ছে না বিধায় জনিয়ার ও প্রকৌশলীদের নির্মাণ কাজ ব্যহত হচ্ছে। ইঞ্জিনিয়ারদের বক্তব্যর প্রেক্ষিতে রসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতেমা বলেন এই মাসের মধ্যেই বাসা বাড়ির চুড়ান্ত নকশা দেওয়া হবে আপনারা ধর্য্য ধরুন।