রৌমারী সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের রৌমার সীমান্তে ভারতীয় ১৩২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ শুক্রবার (২০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে বড়াইবাড়ী বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। তবে এসময় কোনও পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি। বড়াইবাড়ী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার আনজু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বড়াইবাড়ী সীমান্তের ১০৬৮ মেইন পিলারের ২ সাব পিলারের কাছে চুলিয়ারচর গ্রাম এলাকার একটা চালান মজুদ করছে চোরাকারবারীরা। এ সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩২ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ জব্দ করা হয়।
জামালপুর ৩৫ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, বড়াইবাড়ী সীমান্ত এলাকায় ভারতীয় ১৩২ বোতল অফিসার্স চয়েজ মদ উদ্ধার করা হয়েছে। বোতলগুলো নিয়ে রৌমারী থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম প্রক্রিয়াধীন।