৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

আমাদের প্রতিদিন
4 weeks ago
60


হিলি প্রতিনিধি:

৪৯ তম বিজিবি দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সকাল পৌনে ১১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাব-সীমানা পিলার সংলগ্ন শূন্যরেখায় বিএসএফকে মিষ্টি উপহার দেয় বিজিবি।

ভারতের হিলি ক্যাম্পের সাব ইন্সপেক্টর শ্রী চৌবে এর হাতে বিজিবি'র হিলি সিপি ক্যাম্পের কোম্পানী কমান্ডার শাহাদত হোসেন ৪টি মিষ্টির প্যাকেট উপহার দেন। এ সময় সেখানে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার শাহাদত হোসেন বলেন, আজ ৪৯তম বিজিবি দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য-সম্প্রীতি বজায় রেখে দায়িত্ব পালনের লক্ষ্যে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে বিজিবি ও বিএসএফ একে অপরকে মিষ্টি ও বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে আসছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth