হারাগাছে যৌথ বাহিনীর অভিযান চার মাদক কারবারী গ্রেফতার
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় যৌথ বাহিনী মাদক বিরোধী অভিযান চালিয়ে ফেনসিডিল সহ চারজনকে গ্রেফতার করেছে। গতকাল (১৯ ডিসেম্বর) বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে উপজেলার হারাগাছ পৌরসভার চরচতুরা ও সারাই ইউনিয়নের মদামদন গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো, উপজেলার মদামদুন গ্রামের মৃত কলিম উদ্দিনের ছেলে আবুল কালাম (৫৩), লালমনিরহাটের হরিনচড়া গ্রামের মনসুর আলীর ছেলে আজিজুল হক (৪৫), গংগাচড়ার হাজীরপাড়া গ্রামের গুলজার হোসেনের ছেলে হামিদুল মিয়া (২৫) ও একই গ্রামের মৃত আঃ হাকিমের ছেলে এরশাদুল (৩৩)।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম সোহেল যৌথ বাহিনীর অভিযানে মাদক সহ চারজন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধা ৭ টা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত রংপুর স্টেডিয়ামে অবস্থিত অস্থায়ী ক্যাম্পের সেনাবাহিনী ও হারাগাছ থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ৫৭ বোতল ফেনসিডিলসহ আবুল কালামকে ও ১১ বোতল ফেনসিডিল সহ আজিজুল হককে আটক করা হয়। অপরদিকে শুক্রবার সকাল ৮ টার দিকে সারাই মদামুদন এলাকায় দিয়ে মাদক পরিবহন করে নিয়ে যাওয়া সময় ৩০ বোতল ফেনসিডিল সহ হামিদুল মিয়া ও এরশাদুলকে আটক করে যৌথ বাহিনী।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মমিনুল ইসলাম সোহেল বলেন, যৌথবাহিনীর অভিযানে বৃহস্পতিবার রাতে আটক দুইজনকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে রংপুর আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে অভিযানে আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলার প্রস্তুতি চলছে।