দিনাজপুরে মসলা জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা
দিনাজপুর প্রতিনিধি :
“দেশে পেঁয়াজ, আদাসহ বিভিন্ন মসলা জাতীয় পণ্যের চাহিদা মেটাতে আমাদের ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হয়। অথচ আমাদের দেশের পতিত জমিতে আধুনিক পদ্ধতিতে এসব পণ্য আবাদ করলে আর ভারত অথবা অন্যদেশের উপর নির্ভরশীল থাকতে হবে না। দেশের মাটিতেই এসব পণ্য আবাদ করে আমাদের দেশের চাহিদা মেটানো সম্ভব। বক্তারা বলেন, বাগান অথবা অন্যান্য ছায়াযুক্ত পতিত জমিতেই বস্তায় আদা চাষ করে লাভবান হওয়ার পাশাপাশি দেশের চাহিদা মেটানো সম্ভব।
বস্তায় মসলা জাতীয় ফসল আদা চাষের কলাকৌশলের উপর বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের খানসামায় কৃষকদের নিয়ে এক মাঠ দিবস অনুষ্ঠানে কৃষি বিশেষজ্ঞরা এসব কথা বলেন। দিনাজপুর হর্টিকালচার সেন্টারের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম শিকদার এবং মুখ্য আলোচক ছিলেন, একই বিশ^বিদ্যালয়ের উদ্ভিদ রোগতত্ত¡ বিভাগের প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান, হর্টিকালচার সেন্টারের উপ-পরিচালক ড. মোঃ এজামুল হক, বিএডিসি’র বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের যুগ্ম পরিচালক তপন কুমার সাহা, দিনাজপুর অঞ্চলের টেকসই উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবু রেজা মোঃ আসাদুজ্জামান, খানসামা উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন লিটন। অনুষ্ঠানে কৃষক মাহমুদুল হাসানসহ অন্যান্য কৃষকরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, হর্টিকালচার সেন্টারের উদ্যান উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরুল আহসান।
অনুষ্ঠানে খানসামা উপজেলার কৃষক মাহমুদুল হাসান বলেন, এবার তার বাগান ও পতিত জমিতে প্রায় ৩ হাজার বস্তায় আদা চাষ করেছেন তিনি। প্রতিবস্তায় আদা চাষ করতে সব মিলিয়ে তার খরচ হয়েছে ৫০ টাকা ৪২ পয়সা। প্রতিবস্তায় তিনি গড়ে আদা পেয়েছেন দেড় কেজি করে। বর্তমানে যার বাজার মুল্য ২২৫ টাকা (১৫০ টাকা কেজি দরে)। এতে সব খরচ বাদ দিয়ে প্রতি বস্তায় তার লাভ হয়েছে ১৭৫ টাকা।
দিনাজপুরের খানসামা উপজেলার আগ্রা সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ফল বাগানে বা ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষের কলাকৌশল নিয়ে আলোচনা করা হয়। এসময় কৃষি বিশেষজ্ঞরা কৃষকদের পরিত্যাক্ত জমি ও বিভিন্ন ফলের বাগানে বস্তায় আদা চাষের জন্য উদ্বুদ্ধসহ পরামর্শ প্রদান করে।