রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
সভাপতি সিদ্দিক হোসেন মংলা-সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু)
মহানগর প্রতিবেদক:
রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের (যার রেজিঃ নং রাজঃ৩১৯২) ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৪-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২১ ডিসেম্বর) সকাল ৮ টায় রংপুর স্টেশন রোডস্থ বিএম কলেজে নির্বাচনের ভোট শুরু হয়ে বিকেল ৪ টায় নির্বাচন কার্যক্রম শেষে ভোট গণনা করে রাতে নির্বাচনী ফলাফল প্রকাশসহ গেজেট প্রকাশ করা হয়।
ফলাফল অনুযায়ী নির্বাচনে রংপুর বিভাগীয় দাহ্য পদার্থ বহনকারী ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের আগামী তিন বছরের জন্য সভাপতি সিদ্দিক হোসেন মংলা ও সাধারণ সম্পাদক আলাউল মিয়া (লাল্লু) (বিনা প্রতিদন্দ্বিতায়) নির্বাচিত হয়। এছাড়াও পর্যায়ক্রমে সহ সভাপতি মোঃ শাকিল, সহ সাধারণ সম্পাদক মোঃ ওকিল মিয়া, অর্থ সম্পাদক মোঃ সবুজ (বিনা প্রতিদন্দ্বিতায়), সড়ক সম্পাদক মোঃ নাছিম, দপ্তর সম্পাদক জোয়াত খান তুফান (বিনা প্রতিদন্দ্বিতায়), প্রচার সম্পাদক মোঃ সাজু, কার্যকরী সদস্য সেলিম মিয়া নির্বাচিত হয়।
এদিকে শুক্রবার সকাল ৮ টায় ভোট শুরু হয়ে বিকেল ৪ টায় পর্যন্ত ৩৯৯ টি ভোটারের ভোটের মধ্যে ৩৭৩ টি ভোট পড়ে বেলটবক্সে। ভোটে নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন চেয়ারম্যান মহিউদ্দিন চিশতী, সদস্য হাসানুর রহমান রনি, আরমান।
নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন চিশতী বলেন, ভোট সুস্থ ও নিরোপেক্ষ হয়েছে। কোন প্রকার অসংগতি নির্বাচনে আমিসহ কারো চোখে পড়েনি। প্রার্থীরাও নির্বাচনের প্রশংসা করেছেন। এরুপ নির্বাচন হওয়ায় আমি খুব খুশি।