গঙ্গাচড়ায় অসময়ে তিস্তায় ভাঙ্গন: বিলীন হচ্ছে ফসলের ক্ষেত ও আবাদী জমি
নির্মল রায়,গঙ্গাচড়া (রংপুর):
রংপুরের গঙ্গাচড়ায় তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি। স্থায়ীভাবে ভাঙন ঠেকানোর কোনো ব্যবস্থা না নেওয়ায় সারাবছর ভাঙনের কবলে ফসলি জমি। ভাঙনের সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন তিস্তা চরের মানুষজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের শংকরদহ এলাকায় শুষ্ক মৌসুমেও অব্যাহত রয়েছে তিস্তার ভাঙ্গন।
ফলে ইতিমধ্যে ওই এলাকায় তামাক ক্ষেত , ভুট্টা ক্ষেতসহ আবাদী জমি তিস্তায় বিলীন হচ্ছে।
শফিকুল নামের এক কৃষক নদীর ধারে ভাঙন এলাকায় ভুট্টা লাগানোর কাজ করছিলেন। ভাঙন আতংকের মাঝেও তিনি ভুট্টা লাগাচ্ছেন।
এ সময় তিনি বলেন দেখি কতদুর ভাঙ্গি যায়। কপালত যা আছে হইবে। স্থানীয় লোকজন বলছেন, মহিপুরে তিস্তা সেতুর গাইড বাঁধের পিছন দিয়ে ভাঙন শুরু হয়েছে। এ সময়ে ভাঙন রোধে কাজ না করলে ভাঙন গাইড বাঁধেও আঘাত করবে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আখিনুর ইসলাম বলেন, তিস্তার ভিতরে এই মুহুর্তে কাজ করার সুযোগ নেই।