ঘোড়াঘাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এজেড এম জাহিদ হোসেন
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :
দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দুস্ত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেড এম জাহিদ হোসেন।
আজ শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ২ টায় রানীগঞ্জ সরকারি স্কুল ও কলেজ ও দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌর বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন এর সঞ্চালনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পৌরসভার ৯ টি ওয়ার্ডের দুস্থ ৭২০ জন ও উপজেলার ৪ টি ইউনিয়ের ৮৭০ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি সব সময় সাধারণ মানুষকে নিয়ে ভাবে মানুষের পাশে থাকে, পাশে আছে এবং থাকবে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সহ-সভাপতি আতিকুর রহমান রাজা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোকবুলার রহমান গোর্কি, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউল রহমান রেজা, উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আলম, পৌর যুবদলের সদস্য সচিব সজীব কবির, পৌর ছাত্রদলের আহŸায়ক রেজভী আহমেদ করি, ইমরান খান সহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।