তৃণমূলে খাদ্য পণ্যের মূল্য ও মান নিশ্চিতে রংপুরে প্রশাসনের বাজার মনিটরিং
নিজস্ব প্রতিবেদক:
রংপুরে তৃণমূল পর্যায়ে খাদ্য পণ্যের মূল্য ও মান নিশ্চিতে বাজার মনিটরিং কার্যক্রম শুরু করেছে প্রশাসন। আজ শনিবার (২১ ডিসেম্বর) সকালে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধার নেতৃত্বে উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকায় বিভিন্ন দোকানে মূল্য তালিকা পর্যবেক্ষণ, বাজার দর যাচাই, পণ্যের মেয়াদ ও ওজন পরীক্ষা করা হয়। এ সময় নানা অসঙ্গতির কারণে আব্দুল বাতেন, মাহফুজার রহমান, মহিদুল ইসলাম নামে তিন দোকান মালিককে সতর্কতামূলকভাবে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ হাসান মৃধা বলেন, জেলা প্রশাসক স্যারের নির্দেশে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলছে। এটি অব্যহত থাকবে।