৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

ভাতা বৃদ্ধির দাবীতে রংপুরে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের কর্মবিরতি, অবস্থান ধর্মঘট

আমাদের প্রতিদিন
3 weeks ago
39


নিজস্ব প্রতিবেদক:

ভাতা বৃদ্ধির দাবীতে রংপুরে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররা। আজ রবিবার (২২ ডিসেম্বর) সকালে ভাতা বৃদ্ধির এক দফা দাবীতে তারা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে মিছিল করে। এরপর হাসপাতাল প্রাঙ্গনে অবস্থান ধর্মঘট কর্মসূচীতে চিকিৎসকরা জানান, বিএসএমএমইউ ও বিসিপিএসের অধীভূক্ত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তাররাই মূলত হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। তাদের প্রাইভেট হাসপাতালে সেবা দেয়া নিয়ে বিধি নিষেধ থাকায় তারা ভাতার উপর নির্ভরশীল। তাই উর্ধ্বগতির বাজারে ২৫ হাজার টাকা ভাতা দিয়ে ট্রেইনি ডাক্তাররা লেখাপড়াসহ অন্যান্য খরচ মেটাতে পারছে না। অবিলম্বে পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের ভাতা ৫০ হাজার টাকা করার দাবী জানান তারা। দ্রুত দাবী পূরণ করা না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন, ডাঃ ফরহাদ আখতার, ডাঃ আব্দুল্লাহ আল রোহানী, ডাঃ মাহবুবুল হকসহ অন্যরা। এতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি একশ চিকিৎসক অংশ নেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth