আন্তঃজেলা পথনাটক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ
রংপুরে নাট্য ফোরামের তিন দিনব্যাপী
নিজস্ব প্রতিবেদক:
মহান বিজয় দিবস উপলক্ষে রংপুরে নাট্য ফোরামের তিন দিনব্যাপী আন্তঃজেলা পথনাটক উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হয়েছে। গতকাল শনিবার (২১ ডিসেম্বর) রাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গাইবান্ধা সারথি থিয়েটারের পালা নাটক ‘শান্দার কইনার পালা’, রাজশাহীর বিখ্যাত গম্ভীরা গান, দলীয় ও একক সংগীত এবং নৃত্য পরিবেশিত হয়। সমাপনী দিনে বক্তব্য রাখেন, রংপুর নাট্য ফোরামের আহ্বায়ক চৌধুরী মাহমুদুন নবী ডলার, সংগঠক জাহিদ হাসান লুসিডসহ অন্যরা। এর আগে ১৯ ও ২০ ডিসেম্বর শুদ্ধ সঙ্গীত পরিষদ, স্বরশৈলী আবৃত্তি চর্চা কেন্দ্র, ভাওয়াইয়া একাডেমি, শিখা সংসদ, কারমাইকেল কলেজের কানাসাস, স্পন্দন নাট্য ও সাংস্কৃতিক সংসদ, নাট্যনিকেতন, গাবিন্দগঞ্জ থিয়েটার, দুঃখু মিয়া সংঘ, বাংলার চোখ, বিশ্বসাহিত্য কেন্দ্র, রংপুর থিয়েটার, রংপুর পদাতিক, পাঁচবিবি থিয়েটার জয়পুরহাটসহ বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন উৎসবে অংশগ্রহণ করে।