সিঙ্গাপুরে ‘রংপুর গ্রুপ’ নামে আমি চারটি প্রতিষ্ঠান করেছি....সিঙ্গাপুর প্রবাসী আব্দুল্লাহ আল মামুন
মহানগর প্রতিবেদক:
সিঙ্গাপুর প্রবাসী আব্দুল্লাহ আল মামুন হিলটন বলেন, আমি ২০০৭ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের মাটিতে পা রাখি। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে আসি মাত্র ২০ দিনের জন্য। এরইমধ্যে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের দোয়ায় সিঙ্গাপুরে আমার ভালোবাসার জন্মস্থান রংপুরের নামীয় ‘রংপুর গ্রুপ’ নামে ৪টি প্রতিষ্ঠান দাড় করেছি।
সিটি প্রেসক্লাব রংপুর আয়োজিত সিঙ্গাপুর প্রবাসী রংপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন হিলটন ও তার স্ত্রী সিঙ্গাপুর সিটিজেন শাহিনাজ বেগমকে শনিবার (২১ ডিসেম্বর) রাতে সিটি প্রেসক্লাব রংপুর কার্যালয়ে এই দম্পতিকে সংবর্ধনা অনুষ্ঠানে সিঙ্গাপুর প্রবাসী রংপুরের কৃতি সন্তান আব্দুল্লাহ আল মামুন হিলটন এসব কথা বলেন।
এ সময় হিলটন বলেন, ২০০৭ সালে আমি যখন সিঙ্গাপুরের মাটিতে পা রাখি তখন সেখানে বাংলাদেশের লোক খুব কম ছিলো। আর রংপুরের লোক নাই বললেই চলে। ২০২০ সাল পর্যন্ত আমি অন্য কোম্পানিতে কাজ করেছি। খুবই কষ্টের জীবন পার করেছি।
তিনি আরো বলেন, ২০২০ সালে আমি আমার ও আমার স্ত্রী সাহিনাজের সহযোগীতা নিয়ে অনেক চিন্তা ও রংপুরের প্রতি ভালোবাসা থেকে রংপুর গ্রুপ নামে একটি প্রতিষ্ঠান দেই। অনেক চেষ্টার পর আজ আমি প্রতিষ্ঠানকে দার করিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি ও পরবর্তীতে রংপুরের জন্য কিছু করতে পারি। এখন আমার কোম্পানীতে ৭০ জন শ্রমিক কাজ করে তার প্রায় শতকরা ৯৫জন বাংলাদেশী। ইনশাল্লাহ সামনে আরো লোক নেবো। তবে এখন রংপুরের লোক বেশী নিবো।
অনুষ্ঠানে সিঙ্গাপুর সিটিজেন শাহিনাজ বেগম বলেন, (যার বাংলা অনুবাদ এরুপ) আমার বাংলাদেশ তথা রংপুরে আসা এটাই প্রথম, এর আগে আমি কখনো বাংলাদেশ দেখিনি। বাংলাদেশে আসতে পেরে আমাকে খুব ভালো লাগছে। আস্তে আস্তে বাংলাদেশের মানুষকে আমি আপন করে নিতে পারছি। এজন্য আমি আমার স্বামীকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সিটি প্রেসক্লাব রংপুরকে আমাদের জন্য এতো সুন্দর একটা আয়োজন করার জন। আপনাদের আমি সব সময় মনে রাখবো। ধন্যবাদ সকলকে।
সংবর্ধনা অনুষ্ঠানে সিটি প্রেসক্লাব রংপুরের আহ্বায়ক কমিটির আহবায়ক সাকিল আহমেদ এর সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক হুমাউন কবির মানিকের সঞ্চালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখে সাবেক সভাপতি স্বপন চৌধুরী, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিটি প্রেসক্লাব রংপুরের সহ-সভাপতি এসএম খলিল বাবু, বর্তমান সদস্য সচিব উদয় চন্দ্র বম্মন, সদস্য আরমান হোসেন, সাবেক কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন, সদস্য মীর আনোয়ার আলী মিঠু, আল আমিন প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, সদস্য আলী হায়দার রনি, তারেকুর রহমান তারেক, রাসেল, শহিদুল ইসলাম, হামিদুর রহমান, কামরুল ইসলাম টিটু, নুর মোহাম্মদ, আক্তার হোসেন, মোরশেদসহ আরো অনেকে।
সিটি প্রেসক্লাব রংপুর আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত, অতিথিদের ফুল দিয়ে বরণ, আলোচনা সভা, অতিথিদের ছবি ও নাম সংবলিত (সংবর্ধনা) ক্রেস্ট প্রদান শেষে দোয়া করে সমাপ্তি করা হয়।