৩ মাঘ, ১৪৩১ - ১৬ জানুয়ারি, ২০২৫ - 16 January, 2025

বিজয়ের ৫র্ম দিনে মঞ্চায়িত হলো দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান

আমাদের প্রতিদিন
3 weeks ago
41


মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমার নাট্য সমিতি মঞ্চের ইতিহাস,ঐতিহ্য ও গৌরবের ১৩২ বছর, সপ্তাহব্যাপী বিজয় সাংস্কৃতিক উৎসবের ৫র্ম দিনে মঞ্চায়িত হয়েছে দেশ বরেণ্য শিল্পীদের কন্ঠে বিভিন্ন ধরনের বাংলা গানের সংগীতানুষ্ঠান।

গতকাল শনিবার ২১শে ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় ডোমার নাট্য সমিতি মঞ্চে  সংগীতানুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ডোমার নাট্য সমিতির আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরেণ্য সংগীত শিল্পী সহিদুল সরকার।

ডোমার নাট্য সমিতি মঞ্চের বিজয় সাংস্কৃতিক উৎসবের ৫র্ম দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোলায়মান আলী, প্রভাষক নীলফামারী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সাফিউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, এ্যাডভোকেট মালা জেসমিন, সংগীত শিল্পী বাংলাদেশ বেতার রংপুর এবং সিনিয়র সহকারী শিক্ষিকা ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়।

এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধী সমাজের প্রতিনিধিবৃন্দ সহ সাংস্কৃতিক অঙ্গনের কলা কৌশুলিবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংগীতানুষ্ঠান শেষে অতিথিবৃন্দ এবং সংগীত শিল্পীদের মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth