ভর্তি না নেবার প্রতিবাদে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভ, মানববন্ধন
রংপুরে সরকারী স্কুলে লটারীতে মনোনীত হবার পরেও বয়স বেশী অজুহাত দেখিয়ে
নিজস্ব প্রতিবেদক:
রংপুর জিলা স্কুল ও সরকারী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে ভর্তি হবার জন্য আবেদন করে লটারীতে মনোনীত হবার পরেও বয়স বেশী হওয়ার অজুহাত দেখিয়ে ভর্তি না নেবার প্রতিবাদে রোববার রংপুর জিলা স্কুল, সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে বিক্ষোভ, মানব বন্ধন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করে যে তৃতীয় শ্রেনীতে ভর্তি হবার জন্য আবেদন করা হয় স্কুল কতৃপক্ষ তাদের আবেদন গ্রহন করে এমনকি লটারীতে অংশ নেবার জন্য মনোনীত করে। এর মধ্যে যারা লটারীতে মনোনীত হয় এমন শতাধিক শিশু শিক্ষার্থীকে ভর্তি নিচ্ছেনা স্কুল কতৃপক্ষ। তারা অজুহাত দেখাচ্ছে শিক্ষার্থীদের বয়স ৭ দিন থেকে ৩ মাস পর্যন্ত বেশী হওয়ায় ভর্তি নেয়া হবেনা। অথচ তারা আবেদন করার সময় এবং লটারী করার সময় বয়স বেশী এইসব কথা বলে নাই। বরং তার আবেদন পত্র সঠিক ছিলো বলেই তাদের নাম লটারীতে অর্ন্তভুক্ত করেছে। এখন লটারীতে নাম আসার পর এখন বিভিন্ন অজুহাত দেখিয়ে ভর্তি করা হচ্ছেনা। বিক্ষোভে অংশ নেয়া শিশু শিক্ষার্থী মুনতাহা অভিযোগ করে রংপুর জিলা স্কুলে তৃতীয় শ্রেনীতে ভতি হবার আবেদন করে ওই সময় তার বয়স ৭ দিন বেশী একথা বলে তো আবেদন পত্রটি বাতিল করেনি এরপর লটারীতেও অন্যান্যদের মতো তার নাম ছিলো স্কুল কতৃপক্ষ লটারী করার সময়ও নাম বাদ দিতে পারতো তাও করে নাই। এখন লটারীর মাধ্যমে নির্বাচিত হবার পর তাকে ভর্তি নিচ্ছেনা। তার মতো আরও অনেককে ভর্তি নেয়া হচ্ছেনা বয়স বেশী অজুহাত তুলে। তারা আবেদন করার সময় যদি বলতো সর্ব্বচ্য বয়স এতো হবে তা তারা না বলে এখন ভর্তি না নেয়াটা অমানবিক এবং বেআ্ইনী। এ ব্যাপারে তার বাবা মোস্তাফিজার রহমান বলেন তার সন্তান লটারীতে শত শত শিক্ষার্তীদের মাঝে নির্বাচিত হবার পরেও ভর্তি না নেয়া বেআইনী। এর মাধ্যমে তার সন্তানের মানসিক আঘাত করা হয়েছে অবিলম্বে লটারীতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নেবার দাবি জানান অন্যথায় শিক্ষার্থী ও অভিভাবকরা সন্মিলিত ভাবে কঠোর আন্দোলন করার ঘোষনা দেন তিনি।
একই অভিযোগ করেন সরকারী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেনীতে লটারীতে নির্বাচিত হওয়া নাহিদা সুলতানা , পুস্পীতা রায় সহ অনেকের অবিভাবকরা।
এর আগে শতাধিক শিক্ষার্থী ও তাদের অভিভাবক রংপুর জিলা স্কুলের সামনে মানব বন্ধন বিক্ষোভ করে মিছিল নিয়ে সরকারী বালিকা বিদ্যালয়ের সামনে গিয়ে সেখানেও মানব বন্ধন ও বিক্ষোভ করে।