৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

ডোমারে তরুণ এবং ছাত্রনেতাদের যৌথ উদ্যোগে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

আমাদের প্রতিদিন
3 weeks ago
47


মোসাদ্দেকুর রহমান সাজু,ডোমার নীলফামারী:

নীলফামারীর ডোমারে সীমান্তবর্তী এলাকায় শীত জেঁকে বসেছে, শীত এর পাশাপাশি কুয়াশার চাদরে ঢাকা পড়ায় উত্তরের এই শীতে মানবেতর জীবনযাপন করছেন অসহায়, দূঃস্থ, ভাসমান, ছিন্নমূল ও নিন্ম আয়ের মানুষেরা। বিভিন্ন রাস্তাঘাট কিংবা রেলস্টেশনের প্লাটফর্মে জুবুথুবু হয়ে রাত পার করছেন শীতার্তরা। অসহায় ও দুঃস্থ এসব মানুষদের কথা চিন্তা করে সমাজের কিছু তরুণ এবং ছাত্রনেতারা তাদের যৌথ উদ্যোগে সেই সব শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।

গতকাল রবিবার (২২শে ডিসেম্বর) রাতে উপজেলা শহরের রেলওয়ে স্টেশনে প্রায় শতাধিক শীতার্ত মানুষের মাঝে তরুণরা এবং ছাত্রনেতারা যৌথ উদ্যোগে উষ্ণ শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করে। তাদের এই জনকল্যাণ মূলক কাজের পাশাপাশি পরোপকারী মনোভাবকে স্বাগত জানিয়েছেন সুশীল সমাজের মানুষেরা।

শীতবস্ত্র বিতরণ সম্পর্কে ছাত্রনেতা অর্নব আহমেদ আলিফ বলেন, তীব্র শীতে সবাই যখন গরম ও উষ্ণ কাপড়ে আচ্ছাদিত, তখন স্টেশনের প্লাটফর্ম কিংবা পথে ঘাটে এবং বিভিন্ন দোকানের সিড়িতে শুয়ে থাকা অসহায় দূঃস্থরা অর্থাভাবে গরম কাপর না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন। তখন আমরা কয়েকজন বন্ধুরা মিলে এইসব অসহায়, দুঃস্থ মানুষের কথা চিন্তা করে এলাকার পরিচিত ব্যক্তি,তরুণ ও প্রবাসী ভাইদের আর্থিক সহযোগিতা নিয়ে শীত নিবারনের জন্য প্রায় শতাধিক কম্বল কিনে শীতার্ত মানুষের মাঝে বিতরণ করি।

এসময় অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের ছাত্রনেতা আসিফ ইসলাম, বাঁধন রহমান, সুজন ইসলাম ও নাঈম ইসলাম সহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিশেষে তারা সকলেই অসহায় দূঃস্থ এবং শীতার্ত মানুষের শীত নিবারনের জন্য সমাজের বৃত্তবান ও ধনবান ব্যক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth