নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির বিদায় ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষাথীদেরকে সংবর্ধনা
নাগেশ্বরী(কুড়িগ্রাম)প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ এলাকার ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে আজ (২৩ ডিসেম্বর) সোমবার পাঠশালা হলরুমে এ অনুষ্ঠান হয়। দিনব্যাপী এ অনুষ্ঠানে ৫ম শ্রেণির সরকারি ও বেসনরকারি পর্যায়ের ট্যালেন্টপুল ও সাধারণ গেডে বৃত্তিপাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা চাকুরি থেকে অবসর গ্রহণ করায় তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেন বিভিন্ন যুব সংগঠন। পাঠশালার পরিচালক কুমার বিশ্বজিৎ বর্মনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আলী আর রেজা, বিশেষ অতিথি শিক্ষা ও সাংস্কৃতক ব্যাক্তিত্ব সুব্রত ভট্টাচার্য, ওয়ার্ল্ড উইনার আইটি পাঠশালা টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ বিনা রানী রায়, সহকারী প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, রামথানা আদর্শ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন ও ভোরের দর্পণের প্রতিনিধি হাফিজুর রহমান হৃদয়, রশিদ মন্ডল ফাউন্ডেশনের সভাপতি মিজানুর রহমান মিজান, সমন্বয় পরিবারের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, হাসনাবাদ যুব সমাজ উন্নয়ন সংসথার সভাপতি হাফিজুর রহমান প্রমুখ।