এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের খোয়াইব বিন আদি (রা:) এতিমখানার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (২৩ ডিসেম্বর) সোমবার দুপুরে এতিমখানাটির পরিচালনা পর্ষদের আয়োজনে কাতার চ্যারিটির অর্থায়নে ৬শত ছাত্র-ছাত্রীর মাঝে কম্বল, জ্যাকেট, হুডি বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, খোয়াইব বিন আদি (রা:) এতিম খানার পরিচালক মমিনুল ইসলাম প্রমুখ। এসময় পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।