৩০ পৌষ, ১৪৩১ - ১৩ জানুয়ারি, ২০২৫ - 13 January, 2025

রংপুর বিভাগে যেসব গীর্জায় উদযাপিত হবে বড়দিন

আমাদের প্রতিদিন
2 weeks ago
109


নিজস্ব প্রতিবেদক:

রংপুর বিভাগের ৭ জেলায় পালিত হবে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘বড়দিন’।

রংপুর বিভাগের ৭ জেলায় ১ হাজার ২৮৮টি গীর্জা রয়েছে। এসব গীর্জার মধ্যে ২০৬টি গীর্জায় এবার কেন্দ্রীয়ভাবে ‘বড়দিন’ এর উৎসব পালিত হবে। বাকি গীর্জাগুলোর কিছু অংশে ঘরোয়াভাবে উৎসব পালিত হতে পারে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর বিভাগে সবচেয়ে বেশি গীর্জা রয়েছে দিনাজপুর জেলায় ৭১০টি। এর মধ্যে ২০টি গীর্জায় বড়দিন উদযাপিত হবে। রংপুর জেলায় গীর্জা রয়েছে ১০৭টি। যার মধ্যে ৮৬টি গীর্জায় বড়দিন উদযাপিত হবে। একইভাবে পঞ্চগড় জেলার ৫৭টি গীর্জার মধ্যে ২০টি, ঠাকুরগাঁও জেলার ২৮৭টি গীর্জার মধ্যে ৬০টি, নীলফামারী জেলার ৮৩টি গীর্জার মধ্যে ১২টি, লালমনিরহাট জেলার ১৯টি গীর্জার মধ্যে ৩টি এবং কুড়িগ্রাম জেলার ২৫টি গীর্জার মধ্যে ১টি গীর্জায় বড়দিন উদযাপিত হবে। বড়দিন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসন যথাযথ প্রস্তুতি গ্রহণ করেছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth