৩ ঘন্টার ব্যবধানে রৌমারীতে দুই মাদককারবারী আটক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে ৩ ঘন্টার ব্যবধানে দুই মাদককারবারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার (২৩ ডিসেম্বর) উপজেলার খাদ্যগুদামের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কের সামনে সিএনজি স্টেশন এলাকা থেকে ওই দুই মাদককারবারীকে আটক করেন পুলিশ ও বিজিবি।
জামালপুর ৩৫ বিজিবি সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) মো. শামছুল হক জানান, সোমবার ভোর ৫টার দিকে বাংলাবাজার বিওপির বিজিবির সদস্যরা নিজস্ব গোয়েন্দার ভিত্তিতে ফুলবাড়ী নামকস্থান থেকে মালিকবিহীন ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, একই দিন রৌমারী উপজেলা খাদ্যগুদামের সামনে মহাসড়কের সিএনজি স্টেশন থেকে ৮ কেজি গাঁজাসহ জাহিদুল ইসলাম নামের এক মাদককারবারীকে আটক করেছে রৌমারী বিওপির বিজিবির সদস্যরা। আটক ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার মধ্য খাড়ামারী গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি জানান, আটক ব্যক্তিকে থানায় সোপর্দ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই ব্যক্তির বিরুদ্ধে রৌমারী থানায় মামলা দায়ের করেছেন বিজিবি।
এর আগে ওই দিন একই স্থান থেকে দুপুর ২ টার দিকে ১৪ কেজি ১৭০ গ্রাম গাঁজাসহ মন্নি আক্তার নামের এক মাদককারবারীকে আটক করেছে পুলিশ। এ তথ্য নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. লৎফর রহমান। তিনি বলেন, আটক হওয়া ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ওসি আরও বলেন, বিজিবি গাঁজাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে মামলা করেছেন এবং ৯৪ বোতল ভারতীয় মদ উদ্ধার দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন বিজিবি। মঙ্গলবার সকালে ওই দুই আসামীকে কুড়িগ্রাম আদালতে তোলা হবে বলে জানান।