পার্বতীপুরে ট্রাক্টর পিষ্ট হয়ে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী মায়ের:গুরুতর আহত ছেলে
দিনাজপুর প্রতিনিধি:
ছেলের মোটরসাইকেলে চড়ে চিকিৎসকের কাছে যাওয়ার পথে ট্রাক্টর পিষ্ট হয়ে প্রাণ গেলো পারভীন বেগম (৪৮) নামে এক মায়ের। এসময় গুরুতর আহত হন ছেলে আদনান (৩০)।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায়।
নিহত পারভীন বেগম নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকার বাঁশবাড়ী মহল্লার মৃত ইসমাইল হোসেনের স্ত্রী এবং আহত আদনান তাদের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানাযায়, সোমবার (২৩ ডিসেম্বর) ছেলে আদনানের সাথে মোটরসাইকেল যোগে সৈয়দপুর থেকে বিরামপুরে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন পারভীন বেগম। বিকেলে তারা পার্বতীপুর উপজেলার চান্দাপাড়া এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রাক্টরের সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের। এতে মোটরসাইকেল থেকে মা পারভীন বেগম ছিটকে রাস্তায় পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত জন। এসময় গুরুতর আহত হন ছেলে আদনান।
খবর পেয়ে পার্বতীপুর থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত আদনানকে উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুস ছালাম বিষয়টি নিশ্চিত করেছেন।