গঙ্গাচড়ায় হেরোইনসহ আটক-২
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গংগাচড়া মডেল থানা পুলিশের অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক হয়েছে। আটককৃতরা হলেন উপজেলার গঙ্গাচড়া ইউনিয়নের মনাকষা গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল লতিফ (৩৭) ও থানাপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে রিপন মিয়া (২৭)।
থানা পুলিশ জানায় আটককৃতরা গতকাল (২৩ ডিসেম্বর)সোমবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু বালারঘাট এলাকা থেকে গঙ্গাচড়া বাজারের দিকে আসছিল।
গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আল এমরান এর নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আজিবর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স
তাদেরকে চেংমারী বাজার এলাকা থেকে আটক করে। এ সময় দুই মাদক কারবারির নিকট থেকে ২ গ্রাম মাদকদ্রব্য হেরোইন ও একটি মোটর সাইকেল উদ্ধারপূর্বক জব্দ করে পুলিশ। এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান জানান, আটক দুই মাদক কারবারিকে জিজ্ঞাসাবাদ শেষে মাদক আইনের মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।