হাসিনা সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দলীয়করন করেছিল-পীরগঞ্জ ডাঃ শফিকুর রহমান
পীরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান বলেছেন ,শহীদ আবু সাঈদ আমাদের গর্বিত আপনজন । তার মাঝে দেখেছি স্বাধীনতার দীপ্ত চেতনা । তাই আমি শহীদ আবু সাঈদের বাড়ীতে এসেছিলাম । তার বাবাকে জড়িয়ে ধরেছিলাম এবং তার পরিবারকে সান্তনা দিয়েছিলাম । স্বৈরাচার হাসিনাকে সরাতে কি কষ্টই না করেছে আবু সাঈদের মত আমাদের সন্তান ও ভাইয়েরা । তাদের আত্মত্যাগে দেশের যুবক যুবতী সহ সকলের মনে আগুন ধরিয়ে দিয়েছিল । দেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল । তাই তারা আমাদের অনুপ্রেরণা । তাদের আত্মত্যাগ কখনও বৃথা যেতে দেব না । তারা যে লক্ষ্য নিয়ে হাসিনাকে উৎখাত করেছে । তাদের সে বৈষম্যহীন দেশ গঠনের লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
মঙ্গলবার রংপুরের পীরগঞ্জ উপজেলা বাস ষ্টান্ডে বিকালে উপজেলা জামায়াত আয়োজিত এক পথ সভায় প্রধান অতিথীর বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
জামায়াতের আমীর তার বক্তব্যে আরও বলেন, আমরা বৈষম্যের বিরুদ্ধে। আমরা ন্যায় বিচার চাই। যে সমাজে ন্যায় বিচার কায়েম হয়। সে সমাজের মানুষের সকল অধিকার প্রতিষ্ঠিত হয়। যে সমাজে ন্যায় বিচার নেই সে সমাজের মানুষ কোন অধিকার পায়না। হাসিনা সরকার বিচার বিভাগকে ধ্বংস করে দলীয়করন করেছিল। আমাদের জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল। অথচ ৪ দিনের মাথায় আল্লাহ তাদেক নিষিদ্ধ করে দিল। তারা চায়নি জামায়াতে ইসলামীর মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক। তাই তারা জামায়াতে ইসলামের বিরুদ্ধে লেগেছিল। আমরা আশা করি শীঘ্রই আমারা দাঁড়ীপাল্লা প্রতিক ফিরে পাব।
পীরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মিজানুর রহমান এর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতের সাবেক আমীর সহকারী অধ্যাপক একেএম ইদ্রিস আলী ও উপজেলা যুব বিভাগের সেক্রেটারী মোহাম্মদ মেছবাউল হক এর সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, কর্মপরিষদ সদস্য মাওলানা নুরুল আমিন, জামায়াত নেতা খায়রুল আজম বিএসসি, লুৎফর রহমান, এড. আব্দুস সালাম, আবু সায়েম মোঃ তোফাজ্জল হোসেন, ইমরুল কায়েস পরাগ, আঃ আজিজ, খাইরুল আমিন, আবু মুসা, মশিউর রহমান, মাহবুব হোসেন সহ উপজেলা জামায়াত ও ইউনিয়ন জামায়াত নের্তৃবৃন্দ। এদিকে এ পথ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের থেকে দলীয় নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।