৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

এফ ও এইচ স্কুলের শিক্ষা সফর ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
3 weeks ago
72


নিজস্ব প্রতিবেদক;

এফ ও এইচ স্কুল কর্তৃক আয়োজিত শিক্ষা সফর-২০২৪ এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এফ ও এইচ স্কুলের আয়োজিত এবং হিট সংস্থার এর বাস্তবায়নে গত  সোমবার নীলফামারীর সৈয়দপুর উপজেলার গোলাহাট পানির ট্যাংক মাঠে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো: জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফ ও এইচ (ইউএসএ) বাংলাদেশস্থ কান্ট্রি ডিরেক্টর সৈয়দ ওসামা জালাল, সৈয়দপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো: শাহীন আক্তার শাহিন, সাবেক কাউন্সিলর মো: এরশাদ হোসেন পাপ্পু ও সৈয়দপুর শহর জামাতের আমীর মো:শরফুদ্দিন খান।

হিড রংপুরের ভাইস চেয়ারম্যান এম এ বারীর সভাপতিত্বে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এফ ও এইচ এর কো-অর্ডিনেট এম.এ লতিফ, সহকারী পরিচালক মো: শরফুদ্দিন, অর্থ সম্পাদক ওয়াকিল আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা এম এ আওয়াল, সৈয়দপুর এফ ও এইচ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: আয়েশা সিদ্দিকাসহ রংপুর ও সৈয়দপুরের ৬টি এফ ও এইচ স্কুলের শিক্ষকগণ।

এর আগে ১০টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।  প্রতিযোগিতায় যেমন খুশি তেমন সাজো, ভারসাম্য দৌড়, চকলেট দৌড়, মিউজিক্যাল চেয়ারসহ ৮টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth