৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভুমিকা বিষয়ক কর্মশালা

আমাদের প্রতিদিন
3 weeks ago
111


কুড়িগ্রাম প্রতিনিধি :

কুড়িগ্রামে প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্তকরণে মিডিয়ার ভূমিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে পৌর শহরের ওএফসি চাইনিজ রেস্টুরেন্টে নারীদের ফিস্টুলা রোগ নিরাময়, সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধ বিষয়াবলী নিয়ে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে ও জাতিসংঘ  জনসংখ্যা তহবিল এবং ল্যাম্ব এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ, ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাহফুজার রহমান, সিনিয়র সাংবাদিক শফিখান, মোঃ শাহাবুদ্দিন, শ্যামল ভৌমিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

কর্মশালায় মূল প্রবন্ধ পাঠ করেন ল্যাম্ব ইউএফপি ফ্রি প্রজেক্ট ও সেন্ট্রাল হেলথ প্রজেক্টের ম্যানেজার সনাক্তকর মাহাতাব উদ্দিন লিটন।তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় প্রসবজনিত ফিস্টুলা রোগী সনাক্ত করলে তাদের চিকিৎসার সমস্ত ব্যায়ভার ল্যাম্ব বহন করবে।  

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth