২৩ অগ্রহায়ণ, ১৪৩২ - ০৭ ডিসেম্বর, ২০২৫ - 07 December, 2025

গোবিন্দগঞ্জে ভোট কেন্দ্র পোড়ানোর মিথ্যা মামলা থেকে অব্যহতি পেলেন বিএনপি’র ১৬ নেতা কর্মী

আমাদের প্রতিদিন
11 months ago
304


গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২০১৪ সালের এক তরফা সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পোড়ানোর মিথ্যা মামলা থেকে ইউপি চেয়ারম্যানসহ ১৬ বিএনপি নেতা-কর্মীকে মামলা থেকে অব্যহতি দিয়েছেন আদালত।

জানা গেছে, ফ্যাসিষ্ট শেখ হাসিনার অধীনে বিগত ২০১৪ সালের ৫ জানুয়ারী অনুষ্ঠিত এক তরফা প্রহসনের জাতীয় সংসদ নির্বাচনে মিথ্যা ভোট কেন্দ্র পোড়ানো জি, আর ১৯১/২০১৪ মামলার উপযুক্ত স্বাক্ষ্য প্রমাণ না থাকায় গতকাল গাইবান্ধার গোবিন্দগঞ্জ চৌকি আদালতের বিজ্ঞ বিচারক এ আদেশ দেন।

গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুর রহমান চৌধুরী ডিউক, রাখালবুরুজ ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবু তাহের চৌধুরী বিপুল, ইউনিয়ন যুবদলের সভাপতি ওয়াহেদুল ইসলাম কবিরাজ এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইউপি মেম্বর পারভেজ মন্ডলসহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের ১৬ নেতা-কর্মীকে এ মামলা থেকে অব্যহতি প্রদান করেন আদালত।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth