প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ ও পিতা-মাতা কবর জিয়ারত করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের) পাঁচ দিনের সফরে রংপুর এসেছেন। তিনি আজ (২৪ ডিসেম্বর) মঙ্গলবার দুপুরে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের এবং মুন্সিপাড়া কেন্দ্রীয় কবরস্থানে মরহুম পিতা মকবুল হোসেন ও মাতা মজিদা খাতুনের কবর জিয়ারত করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর জেলার সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো: জাহেদুল ইসলামসহ জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বাদ আছর নগরীর সেনপাড়ার বাসভবন দি স্কাই ভিউতে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনও যথাযথভাবে পালন ও সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরোয়ার হোসেন শাহীন, সাধারন সম্পাদক কাজী মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবুসহ গাইবান্ধা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।