হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলমান এই হিসেবে নিজেদেরকে আলাদা করতে চাইনা, আমরা সবাই বাংলাদেশি-ডা: এজেডএম জাহিদ হোসেন
হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, মুসলমান এই হিসেবে নিজেদেরকে আলাদা করতে চাইনা, আমরা সবাই বাংলাদেশি। এই দেশটা আমাদের সবার, দেশটা কোন একক গোষ্ঠীর নয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে দিনাজপুরের হিলিতে শুভ বড় দিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদানকালে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা: এজেডএম জাহিদ হোসেন। পরে তিনি হাকিমপুর উপজেলার ১৭ টি গির্জায় নগদ অর্থ প্রদান করেন।
এসময় উপসস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা আকরাম হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা আহমেদ বিপুলসহ অনেকেই।