৫ মাঘ, ১৪৩১ - ১৮ জানুয়ারি, ২০২৫ - 18 January, 2025

গঙ্গাচড়ায় এক মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড

আমাদের প্রতিদিন
3 weeks ago
175


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় মানিক মিয়া নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এ সাজা দেন।

মানিক মিয়ার বাড়ি উপজেলার গজঘন্টা ইউনিয়নের কিসামত হাবু গ্রামে।

এর আগে তাকে নিজ বাড়ি থেকে গাজা ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক করে রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা বলেন, মানিক মিয়ার বিরুদ্ধে লালমনিরহাট ও রংপুর জেলার বিভিন্ন  থানায় একাধিক মামলা রয়েছে।  গঙ্গাচড়া মডেল থানার ওসি আল এমরান বলেন, মানিক মিয়াকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth